Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হর্টিকালচার সেন্টার,আড়াইহাজার,নারায়ণগঞ্জ

স্বনামধন্য শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ঈশা খাঁর রাজধানী খ্যাত সুপ্রাচীন জনপদ নারায়নগঞ্জ জেলা। এই জেলার আড়াইহাজার উপজেলায় হর্টিকালচার সেন্টারটি অবস্থিত। রাজধানী  ঢাকা শহর থেকে এর দুরত্ব ৩৫ কিঃমিঃ। প্রতিষ্ঠানটির জায়গা পূর্বে বিমান উড্ডয়ন কেন্দ্র ছিল যেখান থেকে ফসলের জমিতে কীটনাশক স্প্রে করা হতো। এটি ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান আমলে কৃষি সংরক্ষণ বিভাগ, ঢাকা এর অধীনে স্থাপন করা হয়। স্থাপনের পর কিছুদিন ব্যবহার হলেও  মহান স্বাধীনতার বছর অর্থাৎ ১৯৭১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অতঃপর কৃষি মন্ত্রনালয়ের প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে ২০০৭ ইং সনের জানুয়ারী  মাস থেকে হর্টিকালচার সেন্টার হিসেবে আত্মপ্রকাশ ও কার্যক্রম শুরু করে। প্রায় ১৫ একর আয়তনের এ জায়গাটিতে বর্তমানে ১০.২৬ একর জায়গায় এটিআই স্থাপন করা হয়েছে এবং প্রায় ৪.৭৪ একর জায়গা নিয়ে হর্টিকালচার সেন্টারটি তার কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে বহু বাধা বিঘ্ন পেরিয়ে সেন্টারটি নারায়নগঞ্জ, ঢাকা, নরসিংদী জেলাসহ অন্যান্য এলাকায় বিভিন্ন ফলদ, শাকসব্জি, বনজ, ঔষধি, মসলা, ফুল, শোভাবর্ধনকারী গাছের মানসম্মত চারা/কলমসহ উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের বীজ সরকারী  যথাযথ নিয়মে বিক্রয় ও বিতরন করে আসছে। অত্র সেন্টারের উৎপাদিত চারা/কলম চাহিদা ও প্রয়োজন  অনুযায়ী সরকারী, বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচী  এবং ব্যক্তি পর্যায়ে সরবরাহ করা হয়ে থাকে। পাশাপাশি অত্র সেন্টার হতে সকল পর্যায়ে উদ্যান বিষয়ক বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনে হাতে কলমে শিক্ষা দেয়া হয়। যার ফলে আড়াইহাজার হর্টিকালচার সেন্টারটি উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের চারা/কলম, বীজ ও তথ্য পরামর্শ  কেন্দ্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানের উদ্দেশ্য ঃ

১। সেন্টারের আওতাধীন জেলা ও উপজেলা কর্মকর্তাদের সাথে আলোচনা ও পর্যালোচনা  করে লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারন করা।

২। গুনগত মানসম্পন্ন ও উন্নত জাতের ফল, ফুল, মসলা, শোভাবর্ধনকারী, বনজ ও শাকসব্জির চারা/কলম ও বীজ উৎপাদন করা ও সরকার নির্ধারিত মূল্যে সর্বস্তরে বিতরন করা।

৩। উদ্যান সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভিদ/ফসলের জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা।

৪। মাতৃবাগান তৈরী ও মাতৃগাছ লালন-পালন ও পরিচর্য্যা করা।

৫। উদ্যান উন্নয়ন তথা বেশী বেশী ফল উৎপাদনের লক্ষ্যে মানসম্পন্ন বিভিন্ন চারা/কলম উৎপাদন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কৃষক/কষানী, নার্সারী মালিক, এনজিও ও অন্যান্য পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া।

৬। উদ্যান বিষয়ক নতুন নতুন প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন করা।

৭। অধিকতর উদ্যান ফসল উৎপাদন ও জনগণের পুষ্টি সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে নিজস্ব ও  জাতীয় কর্মসূচী বাস্তবায়ন করা।

৮। সেন্টারের কমান্ড এরিয়ায় উদ্যান ফসলের চারা/কলম/বীজ বিতরনের ব্যবস্থা নেয়া।

০৯। সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করা।