Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, আড়াইহাজার, নারায়নগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ডান পাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিটি করতে পারেন। ধন্যবাদ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন:-

হটিকালচার সেন্টারের সেবা সমূহ:

১। স্থানীয় চাহিদার প্রেক্ষিতে ফলজ ও সবজির মানসম্মত চারা/ কলম উৎপাদন ও বিতরন করা ।

২। কৃষিজীবিগনকে উদ্যান তাত্বিক পরামর্শ প্রদান।

৩। দেশীয় বিলুপ্তি প্রায় ফল ও সবজি জার্মপ্লাজম এর সন্ধান, তথ্য সংগ্রহ ও সংরক্ষন করা ।

৪। প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় পর্য্যয়ে উদ্যান ফসল সমূহের সম্প্রসারন করা।

৫। নার্সারী ম্যানগনের দক্ষতা উন্নয়নে কারিগরী সহায়তা প্রদান।

৬। ডিএই এর / অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা - কর্মচারীগনের উদ্যান বিষয়ে প্রশিক্ষন প্রদান।

ফটো গ্যালারী

ভিডিও দেখতে নিচের বিষয়গুলোতে ক্লিক করুন

ভিডিও গ্যালারী